দেশ

ভারতে টিকাকরণের সাফল্যের জন্য আত্মনির্ভরতার কৃতিত্বই সবচেয়ে বেশিঃ প্রধানমন্ত্রী

দেশে করোনা টিকাকরণের সংকট, অভাব থেকে শুরু করে টিকা বণ্টন একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। এবার বিরোধীদের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বললেন, করোনা টিকাকরণে সাফল্য এসেছে আত্মনির্ভরতার জন্যই। ভারত যদি করোনা টিকা উৎপাদন না করত তাহলে কী পরিস্থিতি তৈরি হত। বিশ্বের একাধিক দেশে এখনও করোনা টিকা পৌঁছায়নি। ভারতের করোনা টিকাকরণের এই সাফল্যের জন্য আত্মনির্ভরতার কৃতিত্বই সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি। দ্রুত টিকাকরণ কর্মসূচির জন্য প্রযুক্তি পোক্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিরোধীদের নিশানা করেছেন এদিন। করোনা টিকাকরণ নিয়ে তাঁকে একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাঁদের জবাব দিয়েছেন মোদী। তিনি বলেছেন। দেশের অধিকাংশ মানুষ কেবল সমালোচনা করেন। সমালোচকদের আমি শ্রদ্ধা করি। তবে যাঁরা কেবল অভিযোগ করেন। সাধারণ মানুষের চিন্তাধারা নিয়ে খেলা করেন তাঁরা। তাঁদের সংখ্যাটাই বেশি। সমালোচনা করতে হলে পরিশ্রম করতে হয়। তাই তাঁদের সমালোচনার প্রশংসা করি আমি। মাঝে মধ্যেই সমালোচদের অভাব অনুভব করি।