কলকাতা

নন্দীগ্রামের কারচুপির বদলা নিল ভবানীপুরের মানুষঃ ফিরহাদ হাকিম

রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর ভবানীপুরের উপনির্বাচনে বিরাট ব্যবধানে নিজের নিকটতম প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতেছেন মুখ্যমন্ত্রী। গত ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনের দিন ভোটের হারের বেশিরভাগটাই গিয়েছে তৃণমূল নেত্রীর দিকে। আর এই জয়ের পিছনে থাকা নিরলস সৈনিক রাজ্যের পরিবহনমন্ত্রী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘এই জয় ভবানীপুরের মানুষের জয়, বাংলার মানুষের জয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অন্যায় হয়েছে, অসত্‍ উপায়ে কারচুপি করে পিছন দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি মারা হয়েছে তখন আমরা আওয়াজ দিয়েছিলাম নন্দীগ্রামের বদলা নিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। ভবানীপুরের ঘরের মেয়ের অপমান হয়েছিল সেদিন তাই মানুষ আজ তার বদলা নিল। নন্দীগ্রামে শুভেন্দু মিরজাফরের কাজ করেছিল। এখানে ববি হাকিম মিরজাফর নয়। অনুগত্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তাঁর জন্য প্রাণও দিতে পারেন। এই জয়ই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাংলায় আটকে রাখা যাবে না।’ রবিবার ভবানীপুরের উপনির্বাচনে জয়ের পর, আগামী বাকি চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।