কলকাতা

সারদা মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতে স্থায়ী জামিন পেল কুণাল ঘোষ

সারদা মামলায় এতদিন অন্তর্বর্তী জামিনে মুক্ত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ আজ সিবিআইয়ের বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেলেন এই তৃণমূল নেতা ৷ আজ কুণাল ঘোষ নিজে টুইট করে সেই খবর জানিয়েছেন ৷ পাশাপাশি এও জানিয়েছেন, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় দু’তরফের বক্তব্য শোনার পরেই তাঁর জামিন মঞ্জুর করেছেন ৷ সোমবার তিনি নিজেই টুইটারে এ কথা জানিয়েছেন। কুণাল লিখেছেন, ‘ইডি-র সারদা মামলায় বিশেষ সিবিআই আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছে। আগে এটি অন্তর্বর্তী জামিন ছিল। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আমার স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন। ইডি -র প্রতিনিধিত্ব করেছিলেন অভিজিৎ ভদ্র। শুনানি শেষে বিচারক অনুপম মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।’ টুইটের তলায় কুণাল লিখেছেন, ‘জয় মা’!