দেশ

পরপর ৩ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

 ফের দেশে দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৩০ পয়সা এবং ৩৫ পয়সা প্রতি লিটার বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০৩ টাকা ২৪ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৭৭ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলে দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৮ পয়সা। দেশের বাণিজ্য শহরে এখন লিটার প্রতি পেট্রোলের দাম ১০৯ টাকা ২৫ পয়সা। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৫৫ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেলে দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৫ পয়সা। তিলোত্তমায় এক লিটার পেট্রোলের দাম হয়েছে ১০৩ টাকা ৯৪ পয়সা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের নতুন দাম ৯৪ টাকা ৮৮ পয়সা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের নতুন দাম ১০০ টাকা ৭৫ পয়সা, দাম বেড়েছে ২৬ পয়সা। এক লিটার ডিজেলের নতুন দাম ৯৫ টাকা ২৬ পয়সা, লিটার প্রতি দাম বেড়েছে ৩৩ পয়সা।