আগামীকালের মধ্যে উত্তর প্রদেশ সরকারকে লাখিমপুর খেরির ঘটনার বিস্তারিক স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে। রবিবার উত্তর প্রদেশের লাখিমপুর খেরি এলাকায় হিংসার চার কৃষকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি হয়েছেপ্রধানবিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চে । এই বেঞ্চের অপরদুই আইনজীবী হলেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি হিমা কোহলি। সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারকে লাখিমপুর খেরিকাণ্ডে মৃত্যুর ঘটনার পাশাপাশি কটি এফআইআর দায়ের হয়েছে, কজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তদন্তে কারা কারা রয়েছে- সমস্ত কিছু জানিয়ে বিস্তারিত স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে। শীর্ষ আদালত উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীকে তদন্তের পাশাপাশি গোটা ঘটনারও বিস্তারিত বিবরণ দিতে নির্দেশ দিয়েছে।