কলকাতা

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২০ তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনকে দিল তৃণমূল

রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনকে দিল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দলের ২০ জন তারকা প্রচারকের তালিকা মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠিয়েছেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের পাশাপাশি তালিকায় রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ তিওয়ারির নাম। সাংসদ সৌগত রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী (দেব) এবং মিমি চক্রবর্তীও রয়েছেন তালিকায়। তৃণমূলের বিধায়কদের মধ্যে জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সীকা তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেয়েছেন। যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষের পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষও কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবার উপনির্বাচনী প্রচারের তারকা-তালিকায় রয়েছেন।