৬৮ বছর পর ফের টাটার হাতে এল এয়ার ইন্ডিয়া
সমস্ত জল্পনার অবসান, ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে জাতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনে নিল টাটা সন্স। ৬৮ বছর পর ফের টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া। ১৯৫৩ সালের পর এই টাটা গোষ্ঠীর হাত থেকেই বিমান সংস্থাটি অধিগ্রহন করেছিল ভারত সরকার। ২০২১ সালে এসে সেই ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থার মালিকানা রতন টাটার সংস্থার হাতে
এল। সূত্রের খবর, অজয় সিংয়ের মালিকানাধীন স্পাইস জেট এই এয়ার ইন্ডিয়া কেনার জন্য ১৫ হাজার কোটি টাকা দর দিয়েছিল। কিন্তু তাঁদের থেকেও ৩ হাজার কোটি টাকা বেশি দর হেঁকে শেষ পর্যন্ত বাজিমাত করলেন রতন টাটা। তাই শেষ পর্যন্ত রতন টাটার দরপত্রেই ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার ।