কলকাতা

রাঁচি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত বিশেষ পর্যটন ট্রেন শুরু করছে আইআরসিটিসি

রাঁচি থেকে বৈষ্ণোদেবী অবধি তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন শুরু করছে ভারতীয় রেলের সংস্থা আইআরসিটিসি। ২০২১-২২ অর্থবর্ষে তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন চালানোর জন্য রেলওয়ে বোর্ড একটা বিজ্ঞপ্তি জারি করেছিল। এই ট্রেনে অবশ্য সুযোগ পাবেন পড়শি রাজ্যের বাসিন্দারাও। সূত্রে খবর, এই ট্রেন যাত্রা শুরু করবে ১২ অক্টোবর। এই ট্রেন রাঁচী থেকে যাত্রা শুরু করে বৈষ্ণোদেবী-হরিদ্বার-ঋষিকেশ-মথুরা-বৃন্দাবন-অযোধ্যা ভ্রমণ করবে। অযোধ্যায় রাম জন্মভূমি ভ্রমণ করবে এই ট্রেন। এই

প্যাকেজে স্লিপার ক্লাস ও ৩ এসি ক্লাস বগি থাকবে। রাতের বিশ্রামের জন্যে কোথাও ধর্মশালা, কোথাও হোটেলের ব্যবস্থা থাকবে। নিরামিষ খাবার দেওয়া হবে। এছাড়া নন এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ করানো হবে। তবে গোটাটাই ভ্রমণ বিমার অন্তর্ভুক্ত। ধর্মশালা বা হোটেলে বাজেট ও ডিলাক্স দুটোই থাকবে। যারা বাজেট বিভাগের তাদের জন্যে খরচ হবে দিন পিছু ৯০০ টাকা।যারা ডিলাক্সে থাকতে চান তাদের জন্যে খরচ হবে দিন পিছু ১৫০০ টাকা।