বিনোদন

‘আরিয়ানের সঙ্গে গ্রেফতার হলেও, বিজেপি নেতার শ্যালক সহ ৩ জনকে ছেড়ে দিয়েছে এনসিবি’, ভিডিও প্রকাশ করে দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

 আরিয়ান খান মাদক কাণ্ডে ভিডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক। তিনি বলছেন, বিজেপি নেতার শ্যালকও ওই প্রমোদতরীতে এনসিবির হাতে আটক হয়েছিলেন, কিন্তু তাঁকে পত্রপাঠ ছেড়ে দেওয়া হয়। আরও দু’জনকেও একই ভাবে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর। মালিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে ঋষভ সচদেবা এবং প্রতীক গাবাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে বেরতে দেখা যাচ্ছে। এই ঋষভ সচদেবা বিজেপি নেতা মোহিত কম্ভোজের শ্যালক বলে জানিয়েছেন নবাব মালিক। মোহিত কম্ভোজ বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি। বিজেপি নেতার শ্যালক এবং প্রতীক গাবা ছাড়াও আমির ফার্নিচারওয়ালা নামক আরও একজনকে ছেড়ে দিয়েছে এনসিবি। এই মামলায় মুম্বই পুলিশের তদন্ত দাবি করেছেন মন্ত্রীটি। তিনি বলেন, ‘মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের উচিত একটি স্বাধীন তদন্ত করা। আমি এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব। হানা দেওয়ার তদন্ত করতে দরকার হলে একটি এনকোয়ারি কমিশন বসানো হোক।’ এর আগে নবাব মালিক অভিযোগ করেছিলেন, কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার জোট সরকারের আমলে এনসিবির কার্যকলাপের উদ্দেশ্য যেন রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তিনি বলেন, ‘রিয়া চক্রবর্তী থেকে দীপিকা পাড়ুকোন এবং এই সময় আরিয়ান খান, এনসিবিকে সেখানেই দেখা যাচ্ছে যেখানে ‘পাবলিসিটি’ আছে। বেশিরভাগ মামলাই ভুয়ো। কিছুই উদ্ধার করা যায়নি।’