কলকাতা

‘এতগুলো পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দিল না’, ভবানীপুর ৭৬ পল্লীতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী। কার্যত কোনও উদ্যোক্তাদের অনুরোধ তিনি ফেরাননি। গত কয়েক দিন ধরে দিনভর শুধু পুজো উদ্বোধন করেই যাচ্ছেন আর এবার শনিবার ভবানীপুর ৭৬ পল্লীতে গিয়ে তিনি। আর এবার ভবানীপুর ৭৬ পল্লীতে গিয়ে আক্ষেপ করলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘এতগুলো পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দেয়নি। আজকে এরা আমায় এক কাপ চা দেবে বলেছে। আমি খুব খুশি। আমার গলা শুকিয়ে গেছে। আর কখন থেকে করছি বলুনতো! অন্তত ১০০ টা প্যান্ডেল ঘোরা হয়ে গেল। কাল অনেকে চা দেবে বলেছিল, কিন্তু আমি একটা জায়গাতেই খেয়েছিলাম। পরশু আমাদের কেউ বলেনি। ওদেরও দোষ নেই, আমরা টাইম পাই না।’ ৭৬ পল্লীতে এসে তিনি বলেন, ‘আজকে তোমরা চা দিয়েছ। এটা আমার নিজের পাড়া। নিজের পাড়ার মেয়ে হিসেবে চা খাচ্ছি।’ এরই সঙ্গে এদিন স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ আপনারা জানেন এই পাড়ার সমস্ত অলিগলি আমি চিনি। এখানে ছোটবেলায় একটি স্কুলে চাকরি করতাম। ছোটদের পড়াতাম। আমার অনেক ছাত্র-ছাত্রী আছে এই পাড়ায়। সেই সঙ্গে উল্লেখ করেন তেলেভাজার প্রসঙ্গও। তিনি বলেন, আপনাদের এখানে ভাল তেলেভাজা পাওয়া যায়। স্কুল-কলেজে যাওয়ার সময় এখানে তেলেভাজা খেতে আসলাম।’