কেন্দ্রের শাসকদল বিজেপিতে বড় বড় নেতার অভাব নেই। তা সত্ত্বেও মনে করা হয়, পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটা চালাচ্ছেন দু’জন, নরেন্দ্র মোদি এবং তাঁর ডেপুটি অমিত শাহ। দু’জনের ‘মনের মিল’ নিয়ে কারও কোনও সন্দেহের অবকাশ নেই। আজ আরও একবার প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিতে কসুর করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, মোদি তাঁর দেখা সবথেকে গণতান্ত্রিক নেতা।শাহ বললেন, ‘মোদিজির বিরোধী হিসেবে এবং সরকারেও কাজ করার সুযোগ হয়েছে আমার। তাঁর মতো শ্রোতা আমি কখনও দেখিনি। যে ইস্যুতেই বৈঠক হোক না কেন, যতটুকু দরকার ঠিক ততটুকুই বলেন এবং সবার কথা ধৈর্য ধরে শোনেন মোদিজি। যিনি কথা বলছেন তাঁর গুরুত্ব বা লঘুত্ব দেখেন না, বিচার করেন সেই ব্যক্তির মতকে। সিদ্ধান্ত নেন তারপর। তাই তাঁকে যে একনায়ক বলে আখ্যা দেওয়া হয় তা একেবারেই মিথ্যে। জনসেবায় এই নিয়ে ২০ বছর পূর্ণ হল নরেন্দ্র মোদির। সেই উপলক্ষে অমিত শাহ বললেন, ‘মোদিজি সবথেকে গণতান্ত্রিক উপায়ে মন্ত্রিসভা চালান। সেখানে যা আলোচনা হয় তা জনসমক্ষে প্রকাশ করা যায় না ফলে অনেকেরি ভুল ধারণা যে সমস্ত সিদ্ধান্ত তিনি একাই নেন। তিনি বিষয়টা নিয়ে আলোচনা করেন, সবার কথা শোনেন। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেন সবদিক বিচার বিবেচনা করে।’