দেশ

আগামী ১৮ অক্টোবর থেকেই ১০০ শতাংশ যাত্রী নিতে পারবে অন্তর্দেশীয় বিমানগুলি

অন্তর্দেশীয় বিমান পরিষেবা স্বাভাবিক করতে চলেছে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ১৮ অক্টোবর থেকেই স্বাভাবিক ছন্দে ঘরোয়া স্তরে পরিষেবা দিতে পারবে বিমান পরিবহন সংস্থাগুলি। শুধু তাই নয়, এবার থেকে বিমানগুলিতে ১০০ শতাংশ যাত্রীও নেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে করোনা অতিমারির আগে যে সূচিতে বিমান চলাচল করত, সেই সূচি অনুযায়ী পরিষেবা দেওয়া যাবে। শুধু তাই নয়, চাহিদা বুঝে প্রয়োজন হলে অতিরিক্ত বিমানও চালাতে পারে সংস্থাগুলি। করোনা আবহে এতদিন বিমানে যাত্রী নেওয়া নিয়েও একাধিক বিধিনিষেধ মেনে চলতে হত বিমান সংস্থাগুলিকে। এবার আর সেটাও থাকবে না। বিমান সংস্থাগুলি চাইলেই ১০০ শতাংশ যাত্রী বহন করতে পারবে। তবে দুই ঘণ্টার কম যাত্রাপথে খাবার পরিবেশনে থাকছে নিষেধাজ্ঞা।  এটা ঘটনা করোনার জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের বিমান পরিষেবাই বিঘ্নিত হয়েছে। দীর্ঘদিন সব ধরনের বিমান পরিষেবা একেবারে বন্ধ ছিল। করোনা সংক্রমণ কমার ইঙ্গিত মিলতেই ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্র।