এবার পিছিয়ে গেল ডেরা প্রধান গুরমিত রাম রহিমের সাজা ঘোষণা। মঙ্গলবার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে ডেরা প্রধান-সহ পাঁচের সাজা ঘোষণার কথা ছিল। সাজা ঘোষিত হবে ১৮ অক্টোবর। এই মামলায় দোষী সাব্যস্ত বাকিরা হলেন কৃষণলাল, যশবীর সিং, অবতার সিং এবং সবদিল সিং। বিশেষ সিবিআই আদালত আগামী ১৮ অক্টোবর এই পাঁচের শাস্তির মেয়াদ ঘোষণা করবে। গত ৮ অক্টোবর বিশেষ সিবিআই আদলত ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং খুনে এদের দোষী সাব্যস্ত করে। সিবিআই দোষী সাব্যস্তদের মৃত্যদণ্ড চাইছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের ৩০২(খুন)এবং ১২০(খ)(ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা করে। এক বছর আগে মামলায় অভিযুক্ত আরও এক মারা গিয়েছে। ২০০২ সালে প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং খুন হন। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে দেশ। বাবা রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ ওঠে আশ্রমের আসা মহিলাদের শয্যাসঙ্গী হতে বাধ্য করার। এই কুকীর্তি ফাঁস করে দেন প্রাক্তন ম্যানেজার। তার জেরেই আর সেটা ফাঁস করে দেওয়ায় রঞ্জিত সিংকে খুন হতে হয়। সন্দেহ দানা বাঁধে রাম রহিমকে ঘিরে। নানা প্রান্ত থেকে এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি ওঠে। তদন্তে প্রমাণিত হয় প্রাক্তন ম্যানেজার খুনে রাম রহিম, কৃষণলাল, যশবীর সিং, অবতার সিং এবং সবদিল সিং জড়িত। গত ৮ অক্টোবর বিশেষ সিবিআই আদালত এদের দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সাজা ঘোষণার কথা ছিল। স্বঘোষিত এই বাবার বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মহিলা শিষ্যাদের যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা, দ্বিতীয়টি সাংবাদিক হত্যার। দুটি মামলাতেই আদালেত রাম রহিম দোষী সাব্যস্ত হয়েছেন।বাকি ছিল রঞ্জিত সিং খুনে সাজা ঘোষণার।