দেশ

প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা নিযুক্ত হলেন অমিত খারে

প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা নিযুক্ত হল। প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম চার দিন আগে পদত্যাগ করেছিলেন। তার আগে মুখ্য উপদেষ্টা অমরজিত্‍ সিনহার পদত্যাগের পর প্রাক্তন তথ্য ও সম্প্রচার এবং উচ্চশিক্ষা সচিব অমিত খারেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হল। ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ হিসেবে তাঁর নিয়োগ হল দুই বছরের জন্য। অমিত খারে বিহার-ঝাড়খণ্ড ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন আইএএস অফিসার। তিনি ২০১৯ সালের ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের (উচ্চশিক্ষা বিভাগ) সচিবের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নিয়োগের স্বল্প সময়ের মধ্যে ২০২০ সালের ২৯ জুলাই জাতীয় শিক্ষানীতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছিল। তিনি গত মাসে তাঁর সচিব পদ থেকে পদত্যাগ করেন। এবার তিনিই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদ সমলাবেন। তিনি ফার্মাসিউটিক্যালস বিভাগে সদস্য সচিব, কেন্দ্রীয়

রাসায়নিক ও সার মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবেও কাজ করেছেন। তিনি আহমেদাবাদের আইআইএম থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনের সার্টিফিকেট নিয়েছেন। প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব পি কে সিনহা এবং প্রাক্তন সচিব অমরজিত্‍ সিনহা এই বছর প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পদত্যাগ করার পর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেন। অমিরজিত্‍ সিনহা এ বছরেরই অগাষ্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন। তারপর প্রায় আড়াই মাস পরে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা বেছে নেওয়া হল। নতুন মুখ্য উপদেষ্টা অমিত খারে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এবং তিনি স্বচ্ছ ভাবমূর্তির বলে খ্যাতি রয়েছে তাঁরা। তিনি বিহারের পশু-খাদ্য কেলেঙ্কারি প্রকাশ্যে আনার অন্যতম কারিগর ছিলেন। এবার তাঁকে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ দেওয়া হল। এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন অমিত খারে। অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নরেন্দ্র মোদি সরকার শীঘ্রই বেছে নেবে কাউকে। ২০২৪-এর আগে নতুন উপদেষ্টাদের নিয়ে নতুনের লক্ষ্যে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে নবনিযুক্ত উপদেষ্টাদের কাছে মস্তবড় চ্যালেঞ্জ অপেক্ষায় রয়েছে।