করোনার মধ্যেই রাজ্যে চলছে উত্সব। আজ মহাষ্টমী ৷ মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, স্তোত্রপাঠের মধ্যে দিয়ে চলছে দেবীর আরাধনা ৷ চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে কুমারী পুজো। কিন্তু রীতিতে কোনও কার্পণ্য নেই। সমস্ত বারোয়ারি পুজোর পাশাপাশি এবছরেও বেলুড়মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে এ বছর ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ।নিয়ম মেনেই আজ মহাষ্টমীতে কুমারী পুজো হল বেলুর মঠে। চিরাচরিত প্রথা অনুযায়ী মঙ্গলারতির পর শুরু হয়েছে মহাষ্টমী
পুজো। সকাল ৯ টায় শুরু হয়েছে কুমারী পুজো। এবছরের কুমারী সোমশেখর চক্রবর্তী এবং শ্বেতশ্রী চক্রবর্তীর মেয়ে পাঁচ বছরের শরণ্যা। বেলুড় মঠের সন্ন্যাসীদের কোলে বসেই মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা। তারপর তাকে পুজো করা হয় উমা রূপে। গত বছর পূজারী এবং কুমারীর মুখে মাস্ক না থাকায় প্রশ্ন উঠেছিল। কিন্তু এবছর প্রত্যেকের মুখেই ছিল মাস্ক। তবে পুজোর বিভিন্ন দৃশ্য বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ভক্তকুল।