ম্যানেজার রঞ্জিৎ সিংহ হত্যাকাণ্ডের ঘটনায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ সহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হল। আজ বিশেষ সিবিআই আদালত এই সাজা ঘোষণা করল। ২০০২-এর ১০ জুলাই খুন হন রঞ্জিৎ সিংহ। তিনি ডেরা সচ্চা সৌদার অনুগামী ছিলেন। কিন্তু পরবর্তীকালে রাম রহিমের বিরুদ্ধে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ করে ছড়িয়ে দেওয়া বেনামী চিঠির পিছনে রঞ্জিতের হাত ছিল বলে সন্দেহ করা হয়। সেই কারণেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। সিবিআই-এর পেশ করা চার্জশিটেও উল্লেখ করা হয়েছে, ডেরা প্রধানের সন্দেহ ছিল, বেনামী চিঠি ছড়িয়ে দেওয়ার পিছনে ছিলেন রঞ্জিৎই। সেই কারণেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়। সেই ঘটনার ১৯ বছরেরও বেশি সময় পর আজ সাজা ঘোষণা করল আদালত।