দুর্গাপুজোয় মদেই লক্ষ্মীলাভ রাজ্য সরকারের। আবগারি দফতরের দেওয়া তথ্য বলছে, পুজোর পাঁচদিনে মদ বিক্রি করে রাজ্যের মুনাফা হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। দুর্গাপুজোর ৫ দিনের গড় হিসাব করলে ৪০ কোটি টাকা আয় হয় রাজ্যের। রিপোর্ট বলছে গতবারের থেকে পুজোতে দ্বিগুণেরও বেশি আয় হল রাজ্যের। এবার পুজোতে প্রত্যেকদিনই খোলা ছিল মদের দোকান। সবথেকে বেশি বিক্রি হয়েছে নবমীর দিন। নবমীর দিন বিক্রির পরিমাণ ছড়িয়ে ছিল প্রায় ৩০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে পুজোয় মদ বিক্রি করেই ১০০ কোটি টাকা রাজ্যের কোষাগারে ঢুকল, যাকে কার্যত রেকর্ড বিক্রি বলছে এক্সাইজ ডিপার্টমেন্ট। আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী এবছর জেলাগুলিতেও মদ বিক্রি লক্ষ্মীর মুখ দেখিয়েছে। শুধু পূর্ব মেদিনীপুরেই ২৭ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৯ টাকার মদ বিক্রি হয়েছে।