জেলা

দার্জিলিংয়ে টয় ট্রেনে চড়লেন সস্ত্রীক রাজ্যপাল, ঘুরে দেখলেন মিউজিয়ামও

 পাহাড়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেন। দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসেন শুধুমাত্র এই ট্রেন চড়বে বলে। এবার সস্ত্রীক রাজ্যপালের এই জয় রাইডে। সোমবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় ও তাঁর পরিবার স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে করে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যান। আবার সেই ট্রেনে চেপে ফিরেও আসেন। রাজ্যপাল অনেকবার পাহাড়ে এলেও টয় ট্রেনে চড়েননি। এবার তিনি সপ্তমী থেকে পাহাড়ে রয়েছেন সপরিবারে। দু’সপ্তাহ পাহাড়ে ছুটি কাটাতেই তিনি এসেছেন। সোমবার ছুটির মেজাজেই গোটা পরিবার নিয়ে চড়ে বসেন টয় ট্রেনে ।  ছবিও তোলেন রাজ্যপালের পরিবারের সদস্যরা। তারপর ঘুমে পৌছেই মিউজিয়াম ঘুরে দেখেন রাজ্যপাল।  রাজ্যপাল জগদীপ ধনকড় অবশ্য এদিন কোনও কথা বলেনি। জয় রাইডে করে ঘুম হয়ে আবার দার্জিলিং ফিরে গাড়ি করে রাজভবন ফিরে যান।