দেশ

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড, মৃত ৭, আটকে পর্যটকরা, আপাতত স্থগিত চারধাম যাত্রা

টানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখন্ড। মঙ্গলবার টানা তৃতীয় দিনে ভারী বৃষ্টির কারণে পুরো উত্তরাখণ্ড কার্যত থমকে গেছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গা পুরোপুরি জলের তলায়। দেরাদুন থেকে নৈনিতাল জলবন্দী । আটকে পড়েছেন পর্যটকরা। ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ৭জন পর্যটকের মৃত্যুর খবর মিলেছে। এঁদের মধ্যে রয়েছেন নেপালের তিনজন শ্রমিক। এই পরিস্থিতিতে চারধাম যাত্রা আপাতত স্থগিত বলে ঘোষণা করল প্রশাসন। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। হলদওয়ানীর গৌলা নদীর উপর একটি সেতু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, চম্পাওয়াতের একটি নদীর উপর একটি নির্মাণাধীন সেতুও ভেসে গেছে।হলদওয়ানি যাওয়ার সমস্ত ট্রেন বন্ধ হয়ে গিয়েছে। কাঠগোদামে শান্টিং লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। হলদওয়ানি যাওয়ার সমস্ত ট্রেন রামগড়ে আটকে পেয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে আটকে পড়েছেন পর্যটকরা। ইতিমধ্যে হরিদ্বার ও ঋষিকেশে বহু পূণ্যার্থী উপস্থিত হয়েছেন। তাঁদের আর এগোতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিপর্যয় মোকাবিলায় তৈরি কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পূণ্যার্থীদের দু’দিনের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি। নৈনিতালের ধারে অবস্থিত নৈনি মাতার মন্দির জলে ভাসছে। নৈনিতাল লেকের জল উপচে উঠে এসেছে মন্দির চত্বরে। তার ভিডিও ভাইরাল হয়েছে। 

https://twitter.com/i/status/1450342987385348098