কলকাতা

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট, ২২ ডিসেম্বর গণনা: সূত্র

 বাংলায় পুরভোটের দামামা বাজতে চলেছে উপনির্বাচনের পরেই। কলকাতা পুরসভা-‌সহ মোট ১১২টি পুরসভায় ধাপে ধাপে ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে কলকাতা ও হাওড়া, দুই পুরসভায় ভোট হবে। দক্ষিণবঙ্গে দ্বিতীয় ধাপে এবং উত্তরবঙ্গের পুরসভাগুলিতে তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণ হবে। নবান্নের সবুজ সংকেত পেলেই পুলিশ ও প্রশাসনিক কাজের সুবিধার্থে বাকি থাকা ভোট সম্পন্ন করতে চাইছে কমিশন। সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২২ ডিসেম্বর। বাকি পুরসভাগুলিতে এরপরই ধাপে ধাপে ভোট হবে। এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌রাজ্য নির্বাচন কমিশন যখনই, যেদিনই ১১২টি পুরসভার ভোট ঘোষণা করুক না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।’‌