আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। ক্যাবিনেট বৈঠকের আগে দুই শীর্ষ নেতার এই বৈঠক যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। উপত্যকা বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত। এই পরিস্থিতিতে ২৩ অক্টোবর উপত্যকায় সফরে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন অমিত শাহ। জম্মুতে একটি সভায় বক্তব্যও রাখবেন শাহ। বৈঠক করবেন কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে। সেই সফরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুরো বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত। এটা ঘটনা গত ১৫ দিনে কাশ্মীরে ১৩ জন নাগরিকের মৃত্যুকে ঘিরে উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে বিরোধীরাও জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় মোদি সরকারকে দোষারোপ করছে। ঠিক এই পরিস্থিতিতেই মঙ্গলবার বৈঠক করলেন দেশের দুই শীর্ষ রাষ্ট্রনেতা।