দেশ

উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস

মহিলা অস্ত্রে এ বার বিজেপি-কে ঘায়েল করার ঘোষণা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার । ভরসা করে তাঁর কাঁধে উত্তরপ্রদেশের দায়িত্ব সঁপেছে দল । সেই গুরুদায়িত্ব সার্থক ভাবে পালন করতে এ বার তূণ থেকে তির বার করলেন রাজীব তনয়া ৷ জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা প্রার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত রাখবে কংগ্রেস ৷  সাংবাদিক বৈঠকে নয়া সিদ্ধান্তের ঘোষণা করেন প্রিয়াঙ্কা ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের মেয়েদের জন্য এই সিদ্ধান্ত ৷ যে মেয়েরা পরিবর্তন চান, তাঁদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা ৷’’ একই সঙ্গে প্রিয়ঙ্কার সতর্কবার্তা, ‘‘টিকিট পাওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাই শেষ কথা ৷’’