জেলা

প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার ছবি দিয়ে প্রচারের অভিযোগ বিজেপি প্রার্থী জয় সাহা-র বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা। করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান। এবার উপনির্বাচন হচ্ছে সেখানে। সেই নির্বাচনের প্রচারে বিজেপি কাজল সিনহার ছবি ব্যাবহার করছে। এমনই অভিযোগ তুলে প্রয়াত কাজল সিনহার স্ত্রী তথা খড়দহের মহিলা তৃণমূল সভানেত্রী নন্দিতা সিনহা বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নন্দিতাদেবীর স্পষ্ট অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই তাঁর স্বামীর ছবি নিয়ে বিজেপি প্রার্থী জয় সাহা ভোটের প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। যা তাঁর স্বামীর প্রতি অপমান। নন্দিতাদেবীর দাবি, বিজেপি প্রার্থীর এমন কীর্তি তাঁদের পরিবার এবং প্রয়াত কাজল সিনহার সম্মানহানি ঘটিয়েছে। তাই আইন মোতাবেক যেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, তার দাবি জানিয়েছেন পুলিশকে। প্রসঙ্গত, পুজোর পর ভোট প্রচারে বেরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাতে কাজল সিনহার বাড়িতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। সেখানে প্রয়াত তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিজেপি প্রার্থী। যা নিয়েও রাজনৈতিক জলঘোলা হয়েছিল। এবার বিজেপি প্রার্থী নিজের ফেসবুক পেজে কাজল সিনহার ছবি দিয়ে একটি পোস্ট করেন। কাজল সিনহার ছবির নীচে তিনি লিখেছেন, ‘’প্রয়াত বিধায়ক শ্রী কাজল সিনহাকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে প্রণাম জানাই’’।