দেশ

উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৪, বন্যা দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে হওয়া বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৪ ৷ এখনও পর্যন্ত নিখোঁজ ১১ জনেরও বেশি ৷ রাজ্যের বন্যা দুর্গত এলাকা আকাশপথে ঘুরে দেখার পর এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে তিনি জানান, এই বিপর্যয়ে কোনও পর্যটকের মৃত্যু হয়নি ৷ শুরু হয়ে গিয়েছে চার ধাম যাত্রা ৷ বৃহস্পতিবার আকাশপথে দুর্গত এলাকাগুলির পরিদর্শনে যান অমিত শাহ ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত

সিং ও প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমি কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছি ৷ সময়মতো বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা মেলায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে ৷ এখন চার ধাম যাত্রা শুরু হয়েছে ৷” এখনও পর্যন্ত ৩ হাজার ৫০০ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷