কলকাতা

২টি টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত, পুজো পরেই শহরে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ, একদিনে রাজ্যে আক্রান্ত ৮৩৩

দুর্গা পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় দেখে সিঁদুরে মেঘ দেখেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর। উৎসবের আবহে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আগেই বার বার করে সতর্ক করেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর৷ পুজো শেষ হতেই সেই আশঙ্কা এ বার সত্যি হয়ে দেখা দিচ্ছে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৩২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন । তার মধ্যে ১৬৩ জনের যদিও দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছিল ৷ তার পরও তাঁদের শরীরে সংক্রমণ মিলল ৷ টিকা নেওয়ার পর নতুন করে যাঁরা সংক্রমিত হলেন, তাঁদের মধ্যে আবার ১২০ জনই উপসর্গহীন ছিলেন ৷ মাত্র ৪৩ জনের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেয় ৷ তার পর পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে ৷ পুজো মিটতেই এ ভাবে সংক্রমণ বাড়ায় তাই উদ্বেগে কলকাতা পৌরনিগম ৷ বিষয়টি নিয়ে নবান্নে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হচ্ছে ৷ কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, হাসপাতালের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ৷ তাই এই মুহূর্তে নতুন করে কোয়রান্টাইন সেন্টার তৈরি করা হবে না৷ কলকাতা পৌরনিগম স্বাস্থ্য দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে। তবে পরিস্থিতির অবনতি হলে সেফ হোম তৈরি রাখা হয়েছে৷ সেখানে আক্রান্তদের নিভৃতবাসে পাঠানো হতে পারে৷ শিশুদের জন্যও ৬০ বেডের সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে৷ উৎসবের আবহে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর৷ তা উপেক্ষা করেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ ৷ তাঁদের মধ্যে সিংহভাগের মুখে মাস্ক পর্যন্ত ছিল না ৷ পুজো মিটতে তারই প্রভাব টের পাওয়া যাচ্ছে ৷ গত তিন দিনের সংক্রমণের সংখ্যায় উদ্বেগ দেখা দিয়েছে ৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন।একদিনে করোনার বলি সেখানকার ৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ২১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ৯০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ২. ৫২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৬৪৬।