বৃহস্পতিবার সকালে মন্নতে হানা দেওয়ার পরই আরিয়ান খান মাদক মামলায় ইন্ডাস্ট্রির আরেক স্টার-কিড অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিনেত্রীকে প্রাথমিক জেরার পর বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল, ল্যাপটপ-সহ আরও গ্যাজেটস। এরপরই অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠানো হয় মুম্বইয়ের এনসিবি দপ্তরে। পৌঁছন বাবা চাঙ্কি পাণ্ডেও। প্রশ্ন উঠেছিল- আরিয়ান খানের মাদককাণ্ডে কি তাহলে অনন্যাও জড়িত? সেই উত্তর যদিও এখনও অধরা। এনসিবি আধিকারিকদের তরফে কিছু বলা না হলেও বৃহস্পতিবার শেষমেশ টানা ২ ঘণ্টা জেরার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিস থেকে বেরন অনন্যা পাণ্ডে ও চাঙ্কি পাণ্ডে। পরনে সাদা কুর্তি। চোখে চশমা। ওদিকে মেয়ের চিন্তায় মুখ ভার চাঙ্কিরও। আজ ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদেও এনসিবির আধিকারিকরা সন্তুষ্ট নন অভিনেত্রীর উত্তরে। আর সেই প্রেক্ষিতেই ফের আগামীকাল অর্থাৎ শুক্রবার অনন্যা পাণ্ডেকে তলব করেছে গোয়েন্দা আধিকারিকরা। শুক্রবার বেলা ১১টায় তাঁকে হাজিরা দিতে বলেছে এনসিবি ৷ আজ চাঙ্কি পাণ্ডেকে সঙ্গে নিয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে হাজিরা দেন অনন্যা পাণ্ডে ৷ আরিয়ান খান মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয় চাঙ্কি পাণ্ডের কন্যাকে ৷ যাঁর নেতৃত্বে মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীতে হানা দিয়ে শাহরুখ খানের পুত্রকে গ্রেফতার করা হয়েছিল, এনসিবি-র মুম্বই শাখার সেই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েই অনন্যাকে জেরা করেন বলে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদের সময় সমীর ওয়াংখেড়ের সঙ্গে তদন্তকারী অফিসার ভিভি সিং-ও ছিলেন ৷ এ ছাড়াও ছিলেন এনসিবি-র একজন মহিলা আধিকারিক ৷ ২২ বছরের অনন্যা পাণ্ডে আরিয়ানকে কখনও মাদক সেবন করতে দেখেছেন কি না, কোথা থেকে শাহরুখ-পুত্র মাদক পান, অনন্যাও আরিয়ানের সঙ্গে মাদক সেবন করেছেন কি না, আরিয়ান কী ধরনের মাদক সেবন করেন, কে তাঁকে মাদক সরবরাহ করে – এমনই নানা প্রশ্ন অনন্যাকে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে ৷ এনসিবি-র একটি দল আজ সকালে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় ৷ জানা গিয়েছে, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক প্রসঙ্গে অনন্যার কথা হয়েছে বলে জানতে পেরেছে এনসিবি ৷ বুধবার আরিয়ার খানের জামিনের শুনানির আগে বিশেষ এনডিপিএস আদালতে সেই চ্যাটের মেসেজ পেশ করা হয় ৷ অনন্যার বাড়ি থেকে আজ বেশকিছু জিনিস এনসিবি বাজেয়াপ্ত করেছে বলে খবর ৷ তাঁর ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছেন এনসিবি আধিকারিকরা ৷ এরপরই চাঙ্কি পাণ্ডের কন্যাকে সমন পাঠানো হয় ৷ তাঁকে আজ দুপুর ২টোয় এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ কয়েকদিন আগে থেকেই এনসিবি-র নজরে ছিল অনন্যা পাণ্ডের নাম ৷ তবে এনসিবি-র এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, “কাউকে ডেকে পাঠানোর অর্থ এটা নয় যে সে অপরাধী ৷ এটা তদন্তেরই একটা অংশ ৷ তদন্তের জন্য আমরা সন্দেহভাজন ও সাক্ষীদের ডেকে পাঠাই ৷” অন্যদিকে, বৃহস্পতিবারও মাদককাণ্ডে জামিন পাননি আরিয়ান খান। বাড়ল শাহরুখ-পুত্রের জেল হেফাজত। কোর্টের আদেশে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। অর্থাৎ গোটা মাসটাই জেলে থাকতে হচ্ছে শাহরুখ-সন্তানকে।