দেশ

দীর্ঘ দিন রাস্তা আটকে রাখা যায় না, কৃষক আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট

দীর্ঘ দিন ধরে রাস্তা আটকে রাখা নিয়ে এবার কৃষকদের সমালোচনায় সুপ্রিম কোর্ট । আদালতের মতে, আন্দোলনের অধিকার আইনত স্বীকৃত । কিন্তু তাই বলে এ ভাবে দীর্ঘ দিন রাস্তা আটকে রাখা যায় না । এ নিয়ে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কৃষকদের কাছ থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালত । দিল্লিতে ঢোকার মুখে সিংঘু, টিকরি-সহ বেশ কিছু সীমানায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা । তার জেরে সেখান দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে রয়েছে । তাই অবিলম্বে রাস্তা খোলার আর্জি নিয়ে আদালতে বেশ কিছু আবেদন জমা পড়েছিল । বৃহস্পতিবার ওই আবেদনগুলির শুনানি চলাকালীনই কৃষকদের রাস্তা আটকে রাখার সিদ্ধান্তের সমালোচনা করে বিচারপতি সঞ্জয় কিসান কউল নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ । বিচারপতি কউল বলেন, ‘‘শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতেই হবে ৷ মামলা আদালতে ঝুলে রয়েছে । তা সত্ত্বেও আন্দোলনের অধিকারের বিরোধী নই আমি । কিন্তু এ ভাবে রাস্তা আটকে রাখা যায় না ৷ এ নিয়ে কোনও সন্দেহ থাকাও উচিত নয় ৷’’ এর আগে, বিচারপতি এএম খানউইলকর নেৃত্বাধীন ডিভিশন বেঞ্চও আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ কেন্দ্রীয় আইনের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয়েছেন কৃষকরা ৷ তার পরও আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করে, আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া কত যুক্তিযুক্ত, প্রশ্ন তোলেন তিনি ৷