দেশে ১০০ কোটির মাইলফলক পেরিয়ে গেল ভারত। আর এরপরেই রীতিমতো উৎসব শুরু হয়ে গেল দেশে। দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হরিয়ানার ঝজ্জরে ভাষণ দেওয়ার সময় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘আজ একটা উৎসবের আবহ তৈরি হয়েছে দেশে। সেই সঙ্গে আমাদের দায়িত্ব রয়েছে যে আমরা সবাই মিলে করোনাকে হারাব।’ এরই সঙ্গে দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ গড়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র বলে জানালেন মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের প্রসঙ্গও উঠে আসে। বলতে শোনা যায়, ‘এখন আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সমস্ত রোগী বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। এই সেবার মনোভাব থেকেই সরকার ক্যানসারের ৪০০টি ওষুধের দাম কমাতে তৎপর হয়েছে।’ আজই ১ হাজার ৪০০ কেজি ওজনের একটি পতাকা উত্তোলন করা হয়েছে লালকেল্লায়।