দেশ

মুম্বইয়ের ৬০ তলা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কার্নিশ থেকে পড়ে মৃত ১

মুম্বইয়ের লালবাগ এলাকায় একটি নবনির্মিত  ৬০ তলা আবাসনে ভয়াবহ আগুন।  ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন ৷ অভিজাত ওই বহুতলের ১৯ তলায় প্রথমে আগুন লাগে। এরপর দ্রুত ১৭ তলা থেকে ২৫ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। বহুতলে থাকা কর্মীরা দিশাহারা। বহুতলের ১৯ তলা থেকে প্রাণ বাঁচাতে জানালা থেকে বাইরে বেরিয়ে কার্নিশ ঝুলতে থাকেন এক ব্যক্তি ৷ তবে বেশিক্ষণ ওই অবস্থায় থাকতে পারেননি ৷ সোজা নিচে পড়ে যান ৷ প্রাণে বাঁচাতে মৃত্যু ওই ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অরুণ তিওয়ারি৷ লালবাগের কাছে বহুতলে আগুনের ঘটনায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আতঙ্কে রয়েছে বাসিন্দারা। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। তাঁরা ২০িট ইঞ্জিন এখন ঘটনাস্থলে পৌঁছেছেন আগুন নেভানোর জন্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বেলা ১১টা ৫১ মিনিট নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওযা হয়েছিল দমকলকর্মীদের। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে ভয়াভহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই বহুতলে। বহুতল সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে। সেদিকে কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। বহুতলে একাধিক ফ্ল্যাটে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বহুতলের ১৭ থেকে ২৫ তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে বলে জানা গিয়েছে। নির্মিয়মাণ বহুতল হওয়ায় সেখানে কোনও ফ্ল্যাটেই কোনও আবাসিক থাকেন না বলে জানা গিয়েছে। তবে বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। বহুতলের একাধিক ফ্ল্যাটে ইন্টিরিয়রের কাজ চলছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর।