জেলা

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, হাতাহাতিতে জড়ালেন কর্মী-সমর্থকরা, ভাঙচুর পার্টি অফিস

বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্য সভাপতি বদল করেছে গেরুয়া শিবির। দিলীপ ঘোষের জায়গায় আনা হয়েছে সুকান্ত মজুমদারকে। তবে তার পরেও থামছে না গোষ্ঠীদ্বন্দ্ব।  এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ দলের একাংশ বিজেপির বর্ধমান পূর্ব (গ্রামীণ) জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ও দাঁইহাট নগর কমিটির সভাপতি অনুপ বসুকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। দুই নেতাকে ধাক্কাধাক্কি শুরু হয়। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষ্ণ ঘোষ ও অনুপ বসুর মতন নেতাদের জন্য একুশের নির্বাচনে ফল খারাপ হয়েছে বিজেপি। তাঁদের আরও অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর ওই নেতারা কর্মীদের কোনও খোঁজখবর রাখেনি। সেই ক্ষোভেই এদিন ওই দুই নেতার পদত্যাগের দাবি জানান দলের কর্মীদের একাংশ। অন্যান্য কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। জেলা নেতাদের একাংশকে বেধড়ক মারধর করতে দেখা যায় কর্মীদের। জেলার বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, ভোটের সময় তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই দলের এই ভরাডুবি। শুধু তাই নয়, কর্মীদের কথা জেলার কোনও নেতাই শোনেন না। এমনকী এদিনের বৈঠকেও কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তাঁদের। সেই কারণেই বচসা থেকে মারধরের ঘটনা পর্যন্ত ঘটে। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। এদিন দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।