দক্ষিণ পূর্ব রেল জানালো ১৬টি দূরপাল্লার ট্রেন আর না চালানো হবে না। লাভ না হওয়ার কারণ দেখিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল। আর এর মধ্যে ১০টি ট্রেন বাংলার সীমানার মধ্যেই চলে। সম্প্রতি একটি আবেদিনের প্রেক্ষিতে এই ১৬ ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। বলা হয়েছে, এই ১৬টি ট্রেনে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। তাই যথেষ্ট লাভ হচ্ছে না রেলের। সেই কারণেই এই ট্রেনগুলি আর চালানো হচ্ছে না। কোন কোন ট্রেন আছে এই বাতিলের তালিকায়? রয়েছে, খড়গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস (আপ-ডাউন), শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস (আপ-ডাউন), হাওড়া-পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস (আপ-ডাউন), ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস (আপ-ডাউন), খড়্গপুর-হিজলি ইএমইউ মেমু (আপ-ডাউন)। এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে, রাঁচি-পটনা এসি এক্সপ্রেস (আপ-ডাউন), টাটা লোকমান্য তিলক অন্ত্যোদয় এক্সপ্রেস (আপ-ডাউন), টাটা-রাঁচি ইন্টারসিটি (আপ-ডাউন)। কোভিড আবহে ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল। এখন ট্রেন চললেও এই বিশেষ ১৬ ট্রেন আর চালানো হচ্ছে না। রেল জানিয়ে দিয়েছে ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা এতই নগন্য যে তা বাতিল করতে হয়েছে।