আজই কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন-এসি রেক। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে যাত্রা শুরু হয়েছিল কলকাতা মেট্রো রেলের ৷ সেই সময় ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার তৈরি ৯টি নন এসি রেক দিয়ে পরিষেবা শুরু হয়েছিল ৷ সময় যত গড়িয়েছে তিলোত্তমার প্রাণ হয়ে উঠেছে কলকাতা মেট্রো ৷ আজ ৩৭ বছর পর কলকাতার গৌরবের সেই মেট্রোর শুরু দিনের নন এসি রেকগুলিকে চিরবিদায় জানানো হল ৷ তার বদলে এবার এসি রেক দিয়ে পরিষেবা দেওয়া হবে ৷ ২০১৯ সালে করোনার প্রথম লক ডাউনের আগে শেষবার চলেছিল কলকাতা মেট্রোর নন এসি রেক ৷ সেই থেকে
বন্ধই ছিল পরিষেবা ৷ শেষ বিদায় জানানোর আগে, কেক কাটা হয় ৷ এদিনের অনুষ্ঠানে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী, ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ নন এসি রেকের বিদায় নিয়ে বলতে গিয়ে, সকলের গলায় এক সুর ৷ কলকাতা মেট্রোর নস্টালজিয়া ৷ যেখানে কীভাবে কলকাতা মেট্রো ধীরে ধীরে শহরের পরিবহণের হৃদয় হয়ে উঠেছে, সেই ইতিহাস জানালেন তাঁরা ৷ পাশাপাশি, নন এসি রেকের বিদায় বেলায় গান শোনালেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ ৷