হাওড়া থেকে রাঁচি পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস।এর একাধারে নাম ট্রেন-১৮। দুই বছর আগেই রেলমন্ত্রী থাকাকালীন পীযূষ গোয়েল জানিয়েছিলেন, হাওড়া থেকে শীঘ্রই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রে খবর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কথা বলা হয়েছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে। সকালে হাওড়া থেকে ছাড়বে আবার রাতে হাওড়া ফিরে আসবে বলেই রুট টাইম বা শিডিউল প্রস্তুত করা হয়েছে। পূর্ব রেল থেকে দক্ষিণ পূর্ব রেলের যে পথ ধরে ছুটবে বন্দেভারত এক্সপ্রেস সেখানে ১৯৯.৩ কিমি থেকে ২০৪.৫ কিমি গতিতে রেল ছুটতে পারে। তবে নিয়মানুযায়ী সাধারণত রেলের গতি বাঁধা থাকবে ১১০
কিমি থেকে ১৩০ কিমি মধ্যে। গোটা যাত্রা পথে পূর্ব রেলের নিয়ন্ত্রণে থাকবে টার্মিনাল স্টেশন হাওড়া সহ ৫ স্টেশন। দক্ষিণ পূর্ব রেলের থাকবে টার্মিনাল স্টেশন রাঁচি সহ ৬ স্টেশন। পূর্ব রেলের স্টেশনগুলি হল হাওড়া, ডানকুনি, খানা, অন্ডাল, কালিপাহাড়ি। আর দক্ষিণ পূর্ব রেলের নিয়ন্ত্রণে থাকবে মোহনা, আনারা, পুরুলিয়া, কোটশিলা, মুরী ও রাঁচি স্টেশন। এর মধ্যে হাওড়া থেকে পুরুলিয়া অবধি ট্রেন ছুটবে ১৩০ কিমি গতিতে। পুরুলিয়া থেকে রাঁচি ট্রেন ছুটবে ১১০ কিমি গতিতে। সাধারণত বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক স্টপেজ থাকে না। তাই হাওড়া থেকে রাঁচি বন্দেভারত বা ট্রেন-১৮ এক্সপ্রেস ছুটলেও আদপে কটা স্টেশন দেওয়া হবে, কত মিনিটের স্টপেজ গ্যাপ দেওয়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।