জেলা

করোনা টিকার দ্বিতীয় ডোজের পরও কেন ফের আক্রান্ত ২০ শতাংশ মানুষ? কেন্দ্র সরকারকে প্রশ্ন মমতার

কেন ইমিউনিটি ৬ মাসের বেশি থাকছে না?

 গোটা দেশের ১০০ কোটি মানুষকে করোনার প্রথম ডোজ দিয়ে দিয়েছে কেন্দ্র। তবে অনেকে টিকা নিয়েও করোনা আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা অবশ্য আগেই সতর্ক করেছিলেন, করোনার টিকা নিলেই যে করোনা হবে না এমন কোনও নিশ্চয়তা নেই। আজ শিলিগুড়িতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছেন ২০ শতাংশ মানুষ। কেন এমন হচ্ছে? কেন ইমিউনিটি ৬ মাসের বেশি থাকছে না? কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবে রাজ্য।