দেশ

গোয়ার সৈকতে রহস্যজনক ভাবে মৃত যুবতীর পরিবারের পাশে তৃণমূল, মিসিং সিসিটিভি ফুটেজ, পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

গোয়ার সমুদ্র সৈকতে রহস্যজনক ভাবে মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রতিনিধিরা৷ সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সৌগত রায় ও আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল ও তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফলেইরিয়ো প্রমুখ সিদ্ধি নায়েকের বাবা-মা’র সঙ্গে কথা বলেন৷ পাশে থাকার বার্তা দেন৷  পরে তৃণমূল নেতারা অভিযোগ করেন, রহস্যমৃত্যু মামলার তদন্তে বিজেপির সহযোগী দল ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে৷  মহুয়া মৈত্রর বলেন, ‘পরিবারটি তাঁদের মেয়েকে হারিয়েছে৷ পুলিশ কোনও তদন্ত করেনি৷ বরং, ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে৷’ ফলেইরিয়ো বলেন, ‘আইন মোতামেক পুলিশ ময়নাতদন্ত করেনি৷ একজন ডাক্তারই ময়নাতদন্ত করেছেন৷ যেখানে তিনজন ডাক্তারের থাকার কথা৷  এমনকী, ডাক্তার বলেনি, এটা আত্মহত্যা৷ অথচ, পুলিশ তড়িঘড়ি আত্মহত্যা বলে ঘোষণা করেছে৷  সিসিটিভি ফুটেজও রহস্যজনক ভাবে মিসিং৷ তা কীভাবে, কোথা থেকে হল? ১৯ বছর বয়সী সিদ্ধি নায়েক উত্তর গোয়ার নাচিলোনা গোমের বাসিন্দা৷ গত ১২ অগস্ট সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন৷  পরে পরিবারের তরফে কালানগুতে থানা নিখোঁজ ডায়েরি করা হয়৷ এরপরের দিন কালানগুতে বিচে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়৷  খুন ও ধর্ষণের অভিযোগে দেহের ময়নাতদন্ত করা হয়৷ আজ ২৫ অক্টোবর পানাজি থেকে তৃণমূলের প্রচার অভিযান শুরুর কথা ছিল। কিন্তু, প্রথমে অনুমতি দেওয়া হলেও পরে আইন-শৃঙ্খলা প্রসঙ্গ তুলে ধরে অনুমতি বাতিল করা হয়৷ এই নির্যাতিতার পরিবারে সঙ্গে দেখা করার এই ঘটনার বিরুদ্ধেও শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হন৷ গোয়ার বেকারত্ব, আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখেন তাঁরা৷ ২০২২-এ গোয়ায় বিধানসভা নির্বাচন। আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।