বিজেপি শাসিত ত্রিপুরাতে বারবার বাধার সম্মুখীন হয়েছে তৃণমূল। অনুমোদন দিয়েও কর্মসূচি বাতিল করে দিয়েছে পুলিশ ও প্রশাসন। এমনকী সমর্থক, কর্মীদের আটক পর্যন্ত করা হয়েছে। এবার গোয়ায় প্রশাসন ‘জনতার চার্জশিট প্রকাশ’ কর্মসূচির অনুমতি দিয়েও বাতিল করেছে। এমনটাই অভিযোগ করল তৃণমূল। তৃণমূলের সরকারি টুইটারে এই অভিযোগ করা হয়েছে। লেখা হয়েছে, ‘গোয়ার মানুষরা আমাদের ওপর যে ভালোবাসা বর্ষণ করছে, তা দেখে গোয়ায় বিজেপি জোর ধাক্কা খেয়েছে। চার দিন আগে অনুমতি দিয়েও আজ গোয়া তৃণমূলের সদস্যদের ‘পিপল্স চার্জশিট’ প্রকাশে বাধা দিল।’ গোয়া তৃণমূলের টুইটার হ্যান্ডেলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হল। লেখা হল, ‘এসব মানা যায় না’। চার দিন আগে অনুমিত দিয়েও এখন ‘আইন, শৃঙ্খলা’র দোহাই দিয়ে সব বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, গত মাসে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের বিরুদ্ধেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি দিয়ে তা প্রত্যাহারের অভিযোগ উঠেছিল। গোয়াতে যে এ রকম হতে পারে, তা আগেই থেকেই মনে করছিলেন মমতা। সেই নিয়ে উত্তরবঙ্গে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।