এবার বার-রেস্তোরাঁগুলিকেও সতর্ক করল রাজ্য সরকার
কলকাতা

এবার বার-রেস্তোরাঁগুলিকেও সতর্ক করল রাজ্য সরকার

দুর্গাপুজোর পর থেকেই রাজ্যের কোভিড গ্রাফ উঠতে শুরু করেছে। যার জেরে জেলায় জেলায় ইতিমধ্যেই কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এবার বার, রেস্তোরাঁগুলিকেও সতর্ক করল সরকার। শহরের সমস্ত বার এবং রেস্তোরাঁগুলিকে কড়াভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নবান্ন। গত সপ্তাহের শেষেই এই বার্তা পৌঁছে গেছে কলকাতার বারগুলিতে। বলা হয়েছে, ৫০ শতাংশ আসন ক্রেতাদের জন্য রাখতে হবে। তার বেশি নয়। বার বা রেস্তোরাঁতে সামাজিক দূরত্ববিধি পালন করতেও বলা হয়েছে। এছাড়া ক্রেতাদের শারীরিক তাপমাত্রা যাচাই করে তবেই ঢুকতে দেওয়া হবে, নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। আবার আগের নিয়মই ফিরছে সব ক্ষেত্রে। জানা গেছে রবিবার রাত থেকেই তত্‍পর প্রশাসন। বার রেস্তোরাঁয় ঘুরে ঘুরে নির্দেশিকা জানিয়েছে পুলিশ। কোথায় কী কী গাইডলাইন মানা হচ্ছে কি না তা দেখবেন লোকাল থানার পুলিশকর্মীরা। রাত ১০টার পর বার ও রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে বলা হয়েছে। যার ফলে বহু রেস্তোরাঁ সাড়ে ৯টা থেকে ৯.৪৫-এর পর আর কোনও অর্ডার নিচ্ছে না। যতদিন না পরবর্তী নির্দেশ আসছে ততদিন এই নিয়মই মানতে হবে সকলকে।