জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির প্রবল বিতর্ক উঠেছিল। সে সময় থেকে ওই রাজ্যের ছায়া মাড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অবশেষে তিন দিনের সফরে এসেছেন। এসেই যতটা সম্ভব সবার ‘কাছের লোক’ হয়ে ওঠার চেষ্টা করেছেন তিনি। সকালে এক ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে গিয়ে রাজ্যের উন্নয়নের কথা বললেন। রাত কাটালেন জঙ্গি হানা হওয়া পুলওয়ামার সেই সেনা ক্যাম্পে। জওয়ানদের সঙ্গে রাত কাটিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন। জানতে চাইলেন তাঁরা কী অবস্থায় থাকেন, কী কী সমস্যায় পড়েন। গতকাল জম্মুতে ফিরে যাওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু তিনি থেকে গেলেন লেথপোরা সিআরপিএফ ক্যাম্পে। এখানেই ২০১৯ সালে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। অমিত শাহ জওয়ানদের বলেন, ‘আমি আপনাদের সঙ্গে একটা রাত কাটাতে চাই। কারণ, আমি আপনাদের সমস্যার কথা বুঝতে চাই।’ উত্তরের রাজ্যে নানাবিধ কর্মসূচি নিয়ে এসেছেন শাহ, কিন্তু কাল বললেন, এই রাত কাটানোই তাঁর সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি। পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে এখনও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে সেনার। ইতিমধ্যেই ৯ জওয়ানের মৃত্যু হয়েছে। এদিকে জঙ্গিদের হাতে মৃত্যু হয়েছে ১১ জন সাধারণ মানুষের যাদের মধ্যে ভিনরাজ্যের ৫ জন। জোড়া আক্রমণে দিশেহারা না হলেও কিছুটা অপ্রস্তুত অবশ্যই হয়েছে ভারতীয় সেনা। অমিত শাহের এই সফর এবং সেনাবাহিনীর সঙ্গে রাত কাটানো নিঃসন্দেহে মনোবল ফিরিয়ে দেবে। আজ পুলওয়ামা কাণ্ডে শহিদ জওয়ানদের শ্রদ্ধাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে আগাগোড়াই ছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।