বিদেশ বিবিধ

চিনে করোনার জের, লানঝউয়ে ৪ মিনিয়ন মানুষকে ‘গৃহবন্দি’ করল বেজিং

চিনে ফের বাড়ছে করোনা । আর মহামারী নিয়ন্ত্রণে এবার ৪ মিনিয়ন (৪০ লক্ষ) মানুষের শহর লানঝউয়ে কড়া লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শুধু যাতায়াতে নিষেধাজ্ঞা নয়, ওই শহরের মানুষদের কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে।  মঙ্গলবার থেকে চিনের উত্তর-পশ্চিম শহর লানঝউয়ে লকডাউন জারি করা হয়েছে। ওই এলাকায় করোনার একটি স্থানীয় ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় উদ্বেগে রয়েছে প্রশাসন। ফলে দ্রুত  বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি চিনে করোনায় আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে সরকার জানিয়েছে। তবে, শি জিনপিং প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। ফলে সরকারি খাতায় থাকা পরিসংখ্যানের অনেক বেশি মানুশ এই মারণরোগের শিকার হয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।