গত বছরের মতো চলতি বছরেও বাজি নিষিদ্ধ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মামলায় দাবি করা হয়েছে কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফে বন্ধ হোক সব ধরণের বাজি পোড়ানো। মামলাকারী রোশনি আলি’র আর্জি বাজির ধোঁয়া থেকে করোনারুগীর শ্বাসকষ্ট বাড়ে যা কোভিড পরিস্থিতি আরও ঘোরালো করতে পারে আগামী দিনে। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক সমাজকর্মী। শুক্রবার মামলাটি শুনানি হবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের অবসরকালীন বেঞ্চে।কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজো অনুমতি দিয়েছিল সরকার। পুজো সময়ে মানুষের ঢল নেমেছিল মণ্ডপে। উৎসবের পর কিন্তু করোনা দৈনিক সংক্রমণ বাড়ছে রাজ্যে। জেলায় জেলায় ফের চালু হয়ে গিয়েছে মাইক্রো কনটেইনমেন্ট। গতবার করোনা পরিস্থিতির কারণে বাজি পোড়ানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবার কী হবে? ফের হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন রোশনি আলি নামে এক সমাজকর্মী। তাঁর আর্জি, বাজির ধোঁয়ায় করোনা রোগীর শ্বাসকষ্ট বাড়ে। অসুস্থ হয়ে পড়তে পারেন সাধারণ মানুষও। সেকারণে এবারও বাজির পোড়ানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হোক।