কলকাতা

কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, রাজ্যকে পরামর্শ দিয়ে চিঠি কেন্দ্রের

দেশে কোভিডের গ্রাফ নিম্নমুখী। অন্যদিকে রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। তবে কলকাতার করোনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। রাজ্যকে এনিয়ে একটি চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান, গত ৩০ দিনে পশ্চিমবঙ্গে নতুন সংক্রমণের সংখ্যা ২০ হাজার ৯৩৬। এক মাসের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। যা দেশের নতুন সংক্রমণের ৩.৪ শতাংশ ও মৃত্যুর ক্ষেত্রে ৪.৭ শতাংশ। চিঠিতে লেখা হয়েছে, কলকাতা জেলায় ২১ অক্টোবর পর্যন্ত গত সপ্তাহের তুলনায় ২৫ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর জেলা গুলিতে প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিঠিতে টেস্টিংয়ে আরও জোর দিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। চিঠিতে বলা হয়েছে, টেস্টিং, ট্র্যাকিং, কোভিড গাইডলাইন ও টিকাকরণ সঠিক ভাবে না হলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি রাজেশ ভূষণ লিখেছেন, ‘উৎসবের মরসুমের মধ্যে রাজ্যগুলিকে অতি অবশ্যই কোভিড আচরণ বিধি মেনে চলার ব্যাপারটি সুনিশ্চিত করতে হবে এবম সমস্ত যোগ্য ব্যক্তিকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ায় জোর দিতে হবে।’