দেশ

উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত আসানসোলের ৫ পর্যটক, আহত ৭

আসানসোল থেকে দেরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জন পর্যটকের। বুধবার খাদে গাড়ি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে । আহত অবস্থায় আরও সাত জন পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, গত ২১ অক্টোবর আসানসোল থেকে মোট ৩০ জন পর্যটক উত্তরাখণ্ডের দেরাদুন-সহ আরও বেশ কয়েকটি জায়গায় বেড়াতে গিয়েছিলেন। বুধবার উত্তরাখণ্ডের কইসানি থেকে নৈনিতাল যাওয়ার সময়ে কাপফট এলাকায় সেই পর্যটকদেরই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা গেছে, মৃতদের মধ্যে চার জন রানিগঞ্জের সিয়ারসোলের বাসিন্দা ছিলেন। তাঁরা হলেন খনিকর্মী সিটু নেতা কিশোর ঘটক, তাঁর বোন দীপান্বিতা ঘটক, কাঞ্জিলাল পাড়ার বাসিন্দা জগন্ময় কাঞ্জিলাল, তাঁর স্ত্রী মধুছন্দা কাঞ্জিলাল। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন রানিগঞ্জ টিডিবি কলেজের লাইব্রেরিয়ান চন্দনা ভট্টাচার্য খান, তাঁর স্বামী টিপু খান, আসানসোলের রুনা ভট্টাচার্য ও তাঁর স্বামী। উত্তরাখণ্ড পুলিশ ও প্রশাসনের তরফে গাড়ি থেকে পর্যটকদের উদ্ধার করা হলে দেখা যায় পাঁচ জন পর্যটকের মৃত্যু হয়েছে গাড়িতেই। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন। আহত আরও সাত জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।