জেলা

ডায়মন্ডহারবার খালে মিলল বিরল প্রজাতির মৃত অ্যালিগেটর গার

আজ ডায়মন্ডহারবারের ক্রিক খালে মিলল মৃত বিরল প্রজাতির মাছ ৷ পোশাকি নাম অ্যালিগেটর গার ৷ বৃহস্পতিবার সকালে ডায়মন্ডহারবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লেনিন নগরের ঘাটে বিশালাকার একটি অ্যালিগেটর গার দেখতে পান স্থানীয় এক মহিলা । গ্রাম বাংলায় চলতি কথায় একে ‘কুমির মাছ’ বলা হয় ৷ আবার একে জীবন্ত জীবাশ্মও বলা হয়ে থাকে ৷ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ভিড় জমান অদ্ভুত এই মাছ দর্শন করার জন্য ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যালিগেটর গার মূলত বসবাস করে দক্ষিণ

আমেরিকা সাগরে । ১০ কোটি বছর ধরে কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে । কিন্তু তাদের সমসাময়িক সমস্ত প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছে । তাই এধরনের প্রাণীদের ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়ে থাকে । স্থানীয় কয়েকজন গ্রামবাসীরা মাছটিকে খাল থেকে উদ্ধার করে বন দফতর ও মৎস দফতরের খবর দেন ৷ ডায়মন্ডহারবার-সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত প্রধান এই মাছটিকে শনাক্ত করে জানান, এটি একটি বিরল প্রজাতির অ্যালিগেটর গার ।