জেলা

‘করোনার বাড়বাড়ন্ত, এখনই স্কুল খোলা উচিত নয়’, মমতাকে দুষলেন সুকান্ত

করোনার বাড়বাড়ন্ত। তাই স্কুল খোলার আগে আরও একবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত নিক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে দুষে জলপাইগুড়িতে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ।  এদিন বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় উদ্বোধনের পর সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘যেহেতু পুজোর পর রাজ্যে নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাই বর্তমান পরিস্থিতি নিয়ে উনি (মুখ্যমন্ত্রী) আরও একবার বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারতেন।’ এর পাশাপা|শি মুখ্যমন্ত্রীর গোয়া সফর প্রসঙ্গেও সরব হন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, ‘শুধু গোয়া কেন, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতেও যাক মুখ্যমন্ত্রী। গিয়ে শিখে আসুক কীভাবে রাজ্য চালাতে হয়।’