প্রমোদতরীতে আন্তর্জাতিক মাদক মাফিয়া হাজির ছিলেন তাঁর বান্ধবীকে নিয়ে। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়নি। এমনই অভিযোগ করেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। পাশাপাশি প্রমোদতরীতে রেভ পার্টির আয়োজন করেন কাশিম খান নামে এক ব্যক্তি। সমীর ওয়াংখেড়ের বন্ধু হওয়ায়, কাশিম খানকে গ্রেফতার করেনি এনসিবি। এনসিবি ডিরেক্টর বলেন, মিথ্যে অভিযোগের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। আইন নিজেরি পথে চলবে বলেও পালটা মন্তব্য করেন সমীর ওয়াংখেড়ে। কাশিম খান তাঁর বন্ধু বলেই তাঁকে গ্রেফতার করা হয়নি। এই অভিযোগের সত্যতা নেই বলে জানান সমীর ওয়াংখেড়ে। ফের এনিসিবি ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবাব মালিক বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। তিনি বলেন, সম্প্রতি যোগী আদিত্যনাথ এসেছিলেন মুম্বইতে। নয়ডায় ফিল্মসিটি তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। বলিউডের বদনাম করে, যদি কেউ ‘ইউপিহুড’ বানাতে চান, তাহলে তিনি সফল হবেন না বলে মন্তব্য করেন নবাব মালিক।