কলকাতা

মোদি ক্ষমতায় আসার পর কংগ্রেস কোনও লড়াই করেনি, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তোপ মমতার

সোমবার জানবাজারে কালী পুজোর উদ্বোধনে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার কথাই স্পষ্ট জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বললেন, ‘যেদিন থেকে মোদী ক্ষমতায় এসেছে, সেদিন থেকে কংগ্রেস কোনও লড়াই করেনি। আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। কারণ, বিজেপিকে আমরা শক্তিশালী হতে দেব না’। লক্ষ্য যখন ২০২৪ বিজেপিকে হটাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কেন্দ্রে সরকার গড়ার পরিকল্পনা করছে কংগ্রেস। ঠিক তখনই সেই পথে না হেঁটে আঞ্চলিক দলগুলির উপর গুরুত্ব দিয়ে কেন্দ্রে সরকার গড়ার চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোয়ায় গিয়ে কংগ্রেসকে যেমন আক্রমণ করেছিলেন, ঠিক তেমনই কলকাতায় ফিরেও একই ভাষায় তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। জানবাজারে তিনি বলেছেন, ‘শান্তি-সম্প্রীতির পথে চলতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়েছিলাম। গ্যাসের দাম রোজ বাড়াচ্ছিল বলে ইউপিএ ছেড়েছিলাম। আমরা একবার এনডিএ-র সঙ্গে সরকার করেছিলাম। আমরা বলেছিলাম অন্য ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না। কিন্তু, এখন আর কংগ্রেসের উপর নির্ভর করা যাবে না। বিজেপি বিরোধীতায় আঞ্চলিক দলগুলির শক্তি বাড়াতে হবে। তাই একসঙ্গে লড়াই করতে হবে। এই লড়াইটা আমরা অনেকদিন ধরে লড়ছি। যারা এভাবে গ্যাস-পেট্রোলের দাম বাড়ায় তাঁদের পাশে থাকা যাবে না। ত্রিপুরায় গেলেই মাথা ফাটাচ্ছে, উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেবে না। গোয়ায় আমাকে কালো পতাকা দেখাচ্ছে, গো-ব্যাক বলেছে। আমি বলছি তোমাদের বিদায় জানাব। আমি যেখানে যাই, সেখানেই ওরা বিক্ষোভ দেখায়। দিল্লিতে গেলেও আমার বাড়ির সামনে লোক পাঠিয়ে বিক্ষোভ দেখায়।’
কালীপুজোর উদ্বোধনে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কালীপুজোর রাতে সবকিছুই খোলা থাকবে। হাইকোর্ট বলেছিল রাজ্যে সব বাজি নিষিদ্ধ। কিন্তু, সুপ্রিম কোর্ট পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ছাড় দিয়েছে। আপনারা সাবধানে বাজি পোড়ান। সব বাজি নিষিদ্ধ নয়।’