দেশ

সাবমেরিনের গোপন তথ্য ফাঁস, ২ নৌসেনা কমান্ডার সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

ইন্ডিয়ান নেভির সাবমেরিন আধুনিকীকরণ প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে  নৌ সেনার ২ কমান্ডারের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। ওই তালিকায় রয়েছে আরও ৪ জন।  সূত্রে খবর, কিলো ক্লাস শ্রেণির ডুবোজাহাজের আধুনিকীকরণের গোপন তথ্য টাকার লোভে ফাঁস করে দিয়েছে অভিযুক্তরা। চার্জশিট প্রাপ্তদের মধ্যে রয়েছেন অজিত কুমার পান্ডে নামে এক নেভি কমান্ডার। দুই কমান্ডার ছাড়াও যে চারজন ওই তালিকায় রয়েছে তারা কমোডোর র্যাঙ্কের। এদের মধ্যে রয়েছেন রণদীপ সিং ও এস জে সিং নামের দুই অবসরপ্রাপ্ত কমোডোর। রণদীপ সিং বর্তমানে এক বেসরকারি সংস্থায় ডিরেক্টরের পদ কর্মরত। পাশাপাশি,এস জে সিং এক কোরিয় সাবমেরিন কোম্পানিতে কর্মরত। উল্লেখ্য, ওই মামলায় ৫ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। এদের মধ্যে ছিলেন নৌ সেনায় কর্মরত এক অফিসার, ২ জন অবসরপ্রাপ্ত নৌ সেনা অফিসার-সহ আরও দুজন। তদন্তে নেমে এক অবসরপ্রাপ্ত নৌ সেনা অফিসারের বাড়ি থেকে মোট ২ কোটি টাকা উদ্ধার করে সিবিআই।
প্রতীকী ছবি।