দেশ

দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে বিজেপির ভরাডুবি

দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি ৷ পশ্চিমবঙ্গের চার বিধানসভা আসনের উপনির্বাচনে শোচনীয় পরাজয় ছাড়াও, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশে খারাপ ফল করেছে গেরুয়া শিবির ৷ তবে অসমে মুখরক্ষা হয়েছে নরেন্দ্র মোদি ও অমিত শাহের দলের ৷ এখানে ৫ বিধানসভা আসনের উপনির্বাচনেই জিতেছে বিজেপি ও তার সহযোগীরা ৷ মঙ্গলবার প্রকাশিত হয়েছে দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩টি লোকসভা ও ২৯টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল ৷ অসমের ৫টি, পশ্চিমবঙ্গের ৪টি, মধ্যপ্রদেশের ৩টি, হিমাচল প্রদেশের ৩টি , মেঘালয়ের ৩টি, বিহারের ২টি, রাজস্থানের ২টি, কর্নাটকের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল ৷ অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও হরিয়ানার ১টি করে বিধানসভা আসনেও হয়েছিল উপনির্বাচন ৷ লোকসভার উপনির্বাচন হয়েছিল হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, দাদরা ও নগর হাভেলির একটি করে আসনে৷ এরমধ্যে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ৷ বিজেপি প্রার্থীকে প্রায় ৯ হাজার ভোটে হারিয়ে এখানে জয়ী হয়েছেন রাজযের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং৷ এছাড়াও এই রাজ্যের ৩ বিধানসভা আসনের উপনির্বাচনেও কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি ৷ দলের এই শোচনীয় ফলাফলের জন্য মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন বিজেপি নেতা তথা হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ এছাড়াও, দাদরা ও নগর হাভেলির লোকসভা আসনে জয়ী হয়েছেন শিবসেনা প্রার্থী৷ মধ্যপ্রদেশের খান্ডওয়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী জিতলেও কমেছে জয়ের ব্যবধান ৷ মধ্যপ্রদেশের ২টি বিধানসভা আসনের উপনির্বাচনে জয় পেয়েছে বিজেপি, একটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে ৷ হরিয়ানার এলেনাবাদ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন আরএনএলডি’র অভয় চৌতালা ৷ কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে এই আসন থেকে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ উপনির্বাচনে ফের জয়ী হলেন অভয় চৌতালা ৷ রাজস্থনের দুটি বিধানসভা আসনেই হেরেছে গেরুয়া শিবির ৷ কর্নাটকের একটি আসনে বিজেপি, একটি কংগ্রেস জয় পেয়েছে৷ বিহারে একটি আসন জিতেছে জেডিইউ, একটি আরজেডি ৷ তেলেঙ্গানার হুজুরাবাদ বিধানসভা আসনের উপনির্বাচনে জয় পেয়েছে বিজেপি ৷