বিদেশ

‘আমার পার্টিতে যোগ দিন’, মোদিকে আহ্বান ইজরায়েলের প্রধানমন্ত্রীর

ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বললেন সে দেশের প্রধানমন্ত্রীকে নাফতালি বেনেটের ৷ গ্লাসগোয় পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলন সিওপি২৬-এর ব্যস্ত সূচির ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন দুই প্রধানমন্ত্রী ৷ মোদির প্রশংসায় পঞ্চমুখ বেনেট রসিকতা করে ভারতীয় প্রধানমন্ত্রীকে বললেন, “আমার দলে যোগ দিন৷” যা শুনে হাসি চেপে রাখতে পারেননি নমো ৷ এ মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠকের অংশবিশেষের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ৷ স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন উপলক্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মোদী আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে। দুই দেশের এই দুই প্রধামন্ত্রীর মধ্যে এটিই হচ্ছে প্রথম কোনও বৈঠক। জানা গিয়েছে মঙ্গলবারের এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। এ দিনের বৈঠকের শুরুতেই বেনেট মোদিকে বলেন, “আপনাকে ধন্যবাদ জানাই ৷ আপনিই সেই ব্যক্তি যিনি ভারত ও ইজ়রায়েলের মধ্যে সম্পর্ককে পুনরায় শুরু করেছেন ৷ ভারতীয় সভ্যতা ও জিউইশ সভ্যতা – এই দুটি অনন্য সভ্যতার সম্পর্ক তাতে আরও গভীর হয়েছে ৷ আর আমি জানি এটা আপনার হৃদয় থেকে এসেছে ৷” তাঁর পূর্বসূরি বেঞ্জামিন নেতানইয়াহু ও মোদির সময়ে যে সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছেছিল, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন গত জুন মাসে প্রধানমন্ত্রীর আসনে বসা নাফতালি বেনেট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ব্যাপারে নিজের সম্মতি জানিয়ে টুইটে লিখেছেন, “সত্যিই, আরও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব ৷” গত মাসেই ইজ়রায়েল সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ৷