দেশ

অযোধ্যার দীপোৎসবে ১২ লক্ষ প্রদীপ, পুড়বে ৩৬ হাজার লিটার তেল!

প্রদীপ আর প্রদীপ। আগামী ৫ নভেম্বর, বৃহস্পতিবার ৯ লক্ষ প্রদীপের আলোয় মাতোয়ারা হতে চলেছে অযোধ্যা রাম কি পৌরিতে।  তা গণনা করবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দল। বাকি অযোধ্যায়, আরও তিন লক্ষ প্রদীপ জ্বালানো হবে, এইভাবে মোট ১২ লক্ষ প্রদীপ জ্বলবে। যেটা হলে বিশ্বরেকর্ড হয়ে যাবে। সব মিলিয়ে রাম জন্মভূমির অযোধ্যা মেতেছে আলোর উৎসবে। অযোধ্যার সাকেত কলেজ থেকে রাম কথা পার্কে চলছে মিছিল। উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা যাচ্ছে, এবার এমন রেকর্ড তৈরি হবে যা অতীতে ভাঙা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ২০১৭ সালে প্রথমবার প্রায় ১,৮০,০০০ প্রদীপজ্বালানো হয়েছিল। একইভাবে, ২০১৮ সালে ৩,০১,১৫২টি , তারপর ২০১৯ সালে ৫,৫০,০০০টি,  ২০২০  সালে প্রদীপের সংখ্যা ছিল ৫,৫১,০০০টি। এবার ২০২১ সালে দীপোৎসবে শুধুমাত্র রাম কি পৌরি ঘাটে জ্বলবে ৯ লক্ষ প্রদীপ, আর অযোধ্যার বাকি ঘাটগুলি মিলিয়ে জ্বলবে আরও ৩ লক্ষ প্রদীপ। সবমিলিয়ে মোট ১২ লক্ষ প্রদীপ জ্বলবে অযোধ্যায়। বুধবার ভূত বা নরক চতুর্দশীর সন্ধ্য়ায় মূল অনুষ্ঠান। তবে এদিন সকাল থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান।